“প্রতিটি কমিউনিটি ক্লিনিকে সাধারণ মানুষজন সেবা গ্রহণ করছেন ” — কুলাউড়ায় সমাজকল্যাণ মন্ত্রী
প্রকাশিত হয়েছে : ১৪ ডিসেম্বর ২০১৪, ৫:৪৪ পূর্বাহ্ণ
কুলাউড়া প্রতিনিধি ::
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার দেশের স্বাস্থ্যসেবায় উন্নয়নে প্রতিটি ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রে একজন করে এমবিবিএস চিকিৎসক নিয়োগ দিয়েছে। স্বাস্থ্যক্ষেত্রে দেশ যথেষ্ট পরিমাণে উন্নত হয়েছে। গ্রামের মানুষের দ্বোর গোড়ায় প্রতিটি কমিউনিটি ক্লিনিকে সাধারণ মানুষজন সেবা গ্রহণ করছেন। স্বাস্থ্যকর্মীরাও প্রত্যন্ত গ্রামে এসে সেবা প্রদান করছে। সুতরাং স্বাস্থ্যকর্মীদের কাজে সহায়তা করলে স্বাস্থ্যকর্মীরা গ্রামের মানুষজনকে সেবাদানে উৎসাহ পাবে। প্রকৃত স্বাস্থ্যসেবা পাওয়া যাবে স্বাস্থ্যকর্মীদের কাছ থেকে।
ভারতের উত্তর ত্রিপুরার ধর্মনগরে একটি পারিবারিক অনুষ্ঠান থেকে দেশে ফেরার পথে গতকাল ১৩ ডিসেম্বর শনিবার বেলা ১টায় সীমান্তবর্তী শরীফপুর ইউনিয়নের তেলিবিল উইনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে আকস্মিক পরিদর্শণকালে উপস্থিত গ্রামবাসীদের উদ্দেশ্যে কথাগুলো বলেন, সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলী।
শরীফপুর ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে নানা সমস্যার কথা শুনতে মৌলভীবাজারের সিভিল সার্জনসহ স্বাস্থ্য বিভাগের উর্দ্ধতন কর্মকর্তারা সরেজমিন এলাকাবাসীর সাথে শনিবার মতবিনিময় সভার আয়োজন করেছিলেন।
সমাজনকল্যাণ মন্ত্রী ত্রিপুরা থেকে দেশে ফেরার পথে এ মতবিনিময় সভা দেখে এলাকাবাসীর অনুরোধে সভায় উপস্থিত হয়ে বক্তব্য রাখেন। এলাকাবাসী সমাজকল্যাণ মন্ত্রীর কাছে নানা দাবি করলে, এক পর্যায়ে মন্ত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, সাবেক সাংসদ সুলতান মো. মনসুর এ এলাকার জন্য অনেক উন্নয়ন করেছেন। কিন্তু সীমান্তবাসীরা ৮ম সংসদ নির্বাচনে সুলতান মনসুরকে ভোট দেয়নি। তারা স্বতন্ত্রপ্রার্থীর বল মার্কাকে ভোট দিয়েছে। দশম জাতীয় সংসদ নির্বাচনেও এ এলাকার মানুষ মহজোটের প্রার্থীকে ভোট না দিয়ে স্বতন্ত্রপ্রার্থী আব্দুল মতিনকে ভোট দিয়েছে। এভাবে বার বার ভুল করলে চলবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রার্থীকে ভোট দিলে অবশ্যই এ এলাকার মানুষের দাবি আগে পূরণ হতো। সমাজকল্যাণ মন্ত্রী বলেন, তিনি এলাকার মানুষজনের সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত। সুতরাং আগামীতে পর্যায়ক্রমে এ এলাকার দাবি পূরণের উদ্যোগ নেয়া হবে।