হবিগঞ্জে ২ ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক ও হেলপার নিহত
প্রকাশিত হয়েছে : ১১ ডিসেম্বর ২০১৪, ৭:৩৯ পূর্বাহ্ণ
হবিগঞ্জ সদর উপজেলার সুতাং এলাকায় দুই ট্রাকের সংঘর্ষে এক ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছেন।
গতকাল ১০ ডিসেম্বর বুধবার ভোর ৪টায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ট্রাক চালক আবু বকর (৪২) ও হেলপার রাকিব হাসান রনি (১৮)। তাদের উভয়ের বাড়ি চুয়াডাঙ্গার সিঅ্যান্ডবি এলাকায়।
স্থানীয় সূত্র জানায়, ভোরে ঘন কুয়াশার কারণে একটি ট্রাক মহাসড়কের সুতাং এলাকায় দাঁড়ানো ছিল। এ সময় সিলেট থেকে ঢাকাগামী অপর একটি ট্রাক দাঁড়ানো ট্রাকটিকে ধাক্কা দেয়।
এতে ট্রাক দুইটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই পেছনের ট্রাকটির চালক ও হেলপার নিহত হন।
পরে খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানা ও হাইওয়ে পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠায়।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিনুল হক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।