সুনামগঞ্জে জেলাব্যাপী বিশেষ অভিযানে গ্রেফতার ৩৫
প্রকাশিত হয়েছে : ১০ ডিসেম্বর ২০১৪, ৪:৪০ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
সুনামগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ বিভিন্ন মামলার ৩৫ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
গত ৮ ডিসেম্বর সোমবার দিনগত রাত থেকে ৯ ডিসেম্বর মঙ্গলবার ভোর পর্যন্ত জেলার ১২টি থানার পুলিশ এ বিশেষ অভিযান চালায়।
এদের মধ্যে জেলার জগন্নাথপুর উপজেলার ব্রাহ্মণগাঁও গ্রামের মৃত ওয়ারেছ উল্লার ছেলে মো. নজরুল ইসলাম (২৭) এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি। ভোরে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
একই জেলার বিশ্বম্ভরপুর উপজেলার বাগবের গ্রামের শাহেদ আলীর ছেলে মোস্তফা কামাল (৩০) নামে এক যুবককে ১২৫ পুরিয়া হেরোইনসহ আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, জেলার ১২টি থানায় জেলা আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ অভিযান চালিয়ে জেলার বিশ্বম্ভরপুর উপজেলার বাগবের ব্রিজের পাশ থেকে ১২৫ পুরিয়া হেরোইনসহ মোস্তফা কামালকে ও জগন্নাথপুর থেকে সাজাপ্রাপ্ত নজরুল ইসলাম এবং বিভিন্ন স্থান থেকে আরো ৩৩ জনকে গ্রেফতার করা হয়।
এছাড়াও এ বিশেষ অভিযানে জেলার বিশ্বম্ভরপুর সীমান্ত এলাকার উত্তর কাপনা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৩৯ বোতল ভারতীয় অফিসার্স চয়েস মদ উদ্ধার করা হয়।
সুনামগঞ্জের পুলিশ সুপার (এসপি) মো. হারুন অর রশিদ বিশেষ অভিযানে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে।