কাশ্মিরে গেরিলা হামলা নিয়ে ভারতের অভিযোগ পাকিস্তানের নাকচ
প্রকাশিত হয়েছে : ৯ ডিসেম্বর ২০১৪, ৯:২২ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
কাশ্মিরে গেরিলা হামলা নিয়ে ভারতের আনা অভিযোগ নাকচ করেছে পাকিস্তান। পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাসনিম আসলাম বলেছেন, কাশ্মিরে সাম্প্রতিক গেরিলা হামলায় পাকিস্তানকে জড়িয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যে বক্তব্য দিয়েছে ইসলামাবাদ তা নাকচ করছে। এছাড়া, পাকিস্তানকে সন্ত্রাসবাদের উৎস বলে যে বক্তব্য দিয়েছে নয়াদিল্লি তাও নাকচ করেছেন পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।
তাসনিম আসলাম বলেন, পাকিস্তান হচ্ছে সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ের অগ্রসৈনিক এবং প্রধান শিকার। তিনি আরো বলেন, যদি কেউ ভারতের সন্ত্রাসবাদের ধারার প্রমাণ চায় তাহলে শুধু সমঝোতা এক্সপ্রেসে হামলার দিকে তাকালেই চলবে। পাক মুখপাত্র জানান, ভারতের অভিযোগের চেয়ে ইসলামাবাদ কাশ্মিরে স্বাধীনতার প্রশ্নে গণভোট অনুষ্ঠানের বিষয়ে জাতিসংঘের প্রস্তাবকে বেশি গুরুত্ব দিয়ে বিবেচনা করে।
গত ৫ ডিসেম্বর শুক্রবার কাশ্মিরের একটি সেনা ক্যাম্পে গেরিলা হামলা হয় এবং তাতে এক লেফটেন্যান্ট কর্নেলসহ ভারতের আট সেনা ও তিন পুলিশ নিহত হয়েছে। ওই হামলার পর ভারতের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় পাকিস্তানকে দায়ী করে বিবৃতি দিয়েছে।
এদিকে, কাশ্মিরে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের প্রতিবাদে আজ সেখানে সর্বাত্মক ধর্মঘট পালিত হয়েছে।