আজ রোকেয়া দিবস
প্রকাশিত হয়েছে : ৯ ডিসেম্বর ২০১৪, ৬:৫৭ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
আজ ৯ ডিসেম্বর বেগম রোকেয়া দিবস। নারীমুক্তি আন্দোলন বেগবান করার দৃপ্ত শপথে রাজধানীসহ সারাদেশে নানা আয়োজনের মধ্যে দিয়ে দিবসটি পালিত হবে। রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দিনটি উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন।
রাজধানীর ওসমানী মিলনায়তনে রোকেয়া দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দু’জন নারীর হাতে তুলে দেবেন রোকেয়া পদক। এ বছর রোকেয়া পদক পাচ্ছেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অধ্যাপক মমতাজ বেগম ও গোলাপ বানু।
দিবসটি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলে সন্ধ্যা ৬টায় ‘জ্বালো মোমের আলো’ কর্মসূচির আয়োজন করা হয়েছে। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও পায়রাবন্দে রোকেয়া নিবাসেও মোমবাতি প্রজ্বালন করা হবে। বিপ্লবী নারী সংহতি সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া বেদিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করবে। পরে রোকেয়া হলের গেটে একটি সমাবেশেরও আয়োজন করা হয়েছে।
বাণীতে রাষ্ট্রপতি আবদুল হামিদ বেগম রোকেয়ার স্বপ্ন বাস্তবায়নে নতুন শতাব্দীতে নারী-পুরুষের বৈষম্যহীন শান্তিপূর্ণ সহাবস্থান প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাণীতে বলেন, বেগম রোকেয়ার আদর্শে উজ্জীবিত হয়ে অনগ্রসর নারীদের পাশে দাঁড়াতে হবে।
আজ থেকে বেগম রোকেয়ার জন্মস্থান রংপুরের মিঠাপুকুরের পায়রাবন্দে তিন দিনব্যাপী রোকেয়া মেলার আয়োজন করেছে রংপুর জেলা প্রশাসন। মেলায় হস্তশিল্প প্রদর্শনীর পাশাপাশি আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকছে। রংপুর শহরের নাগরিক সংগঠন রোকেয়া ফোরাম আজ বিকেলে রংপুর টাউন হলে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। এ ছাড়া রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
বেগম রোকেয়া ১৮৮০ সালের এইদিনে রংপুরের পায়রাবন্দে জন্মগ্রহণ করেন। ১৯৩২ সালের একই দিনে তিনি মারা যান।