রাশিয়ার কাছ থেকে ক্রিমিয়া ফেরত চায় ইউক্রেন
প্রকাশিত হয়েছে : ৮ ডিসেম্বর ২০১৪, ৭:৫০ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
ইউক্রেনের প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কো বলেছেন, যে কোনো আন্তর্জাতিক ফোরামেই ক্রিমিয়া উপদ্বীপ ইস্যুকে গুরুত্ব দিচ্ছে তার সরকার। গতকাল রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, যেকোনো টেলিফোন সংলাপ ও বৈঠকেই ক্রিমিয়া অঞ্চলটি ফিরে পাওয়ার বিষয়টি তুলে ধরা হচ্ছে। এ কারণে মার্কিন কংগ্রেস এবং ইউরোপীয় কমিশনের সব ইশতেহারেও ইউক্রেনে রুশ আগ্রাসন বন্ধ এবং ক্রিমিয়াকে ইউক্রেনের কাছে ফেরত দেয়ার বিষয়টি স্থান পাচ্ছে।
কূটনৈতিক উপায়েই রাশিয়ার সঙ্গে সমস্যার সমাধান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
গত মার্চে ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় ক্রিমিয়া উপদ্বীপ গণভোটের মাধ্যমে রাশিয়ার সঙ্গে একীভূত হয়। এরপর গত এপ্রিল থেকে ইউক্রেনের পূর্বাঞ্চলে সংঘাত শুরু হয়। লুহানস্ক ও দোনেতস্ক অঞ্চলও স্বাধীনতার ঘোষণা দিয়েছে।