রাজধানীতে ভুয়া ডাক্তার আটক, হাসপাতালে তালা
প্রকাশিত হয়েছে : ৭ ডিসেম্বর ২০১৪, ৬:১০ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
বাংলাদেশে পুলিশের বিশেষ বাহিনী র্যাব বলছে তারা রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে অভিযান চালিয়ে গত শনিবার মালিক সহ অন্তত দুজন ভুয়া চিকিৎসককে আটক করেছে।
অভিযানের পরপরই আগারগাঁও এলাকায় শাহজালাল জেনারেল হাসপাতাল নামে হাসপাতালটিতে তালা লাগিয়ে দেওয়া হয়েছে। রোগীদের বিভিন্ন সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে।
র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার পাশা জানান, হাসপাতালের মালিক সহ ছয়জনকে আটক করে তাৎক্ষণিকভাবে তাদের ছয় মাস থেকে দু বছর পর্যন্ত মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
পাশা বলেন, ভুয়া ডাক্তারদের দিয়ে সেখানে রোগীদের অস্ত্রোপচারও করা হতো।
নার্স এবং অন্যান্য যেসব টেকনিশিয়ান হাসপাতালটিতে কাজ করতো, তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ছিলনা। অনুমতি ছাড়াই ভুয়া টেকনিশিয়ান দিয়ে এক্সরে মেশিন চালানো হতো সেখানে।
র্যাব জানিয়েছে, অভিযানের সময় তারা এমন রোগী পেয়েছেন যারা অস্ত্রোপচারের পর সংক্রমণের শিকার হয়ে ভুগছেন।
কিভাবে হতো প্রতারণা
অবৈধ ঐ হাসপাতালটির রোগীদের সাথে কথা বলে জানা যায় রিকশাচালক থেকে শুরু করে নানা পর্যায়ের দালালদের মাধ্যমে রোগীদের নিয়ে আসা হতো এই হাসপাতালটিতে। এসব রোগীদের অধিকাংশই ছিল নিম্নবিত্ত।
পঙ্গু হাসপাতালসহ বেশ কয়েকটি সরকারি হাসপাতালের অদূরে অবস্থানের সুযোগে দালালের মাধ্যমে এসব হাসপাতাল থেকেও রোগী নিয়ে আসা হতো এই হাসপাতালে।
এমনি একজন রোগী ফজলুল হক জানান, পঙ্গু হাসপাতালে যাবার পথে এক রিকশাচালক নিয়ে আসে এই হাসপাতালে। র্যাবের অভিযান যখন শুরু হয়, তখন হাসপাতালটির চিকিৎসক পরিচয় দেয়া মালিক তার পায়ে প্লাস্টার করছিলেন।
আরেকজন পা ভাঙা রোগী জানান তিনি প্রায় ৮ মাস যাবত এই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। রাস্তায় দূর্ঘটনার পর তাকে এই হাসপাতালে নিয়ে এসেছিলেন একজন সিএনজিচালক। এ সময়ে তার খরচ হয়েছে প্রায় দেড় লাখ টাকা।
পলাশ মোল্লা নামে আরেক রোগী বলেন, পঙ্গু হাসপাতাল থেকে এক দালাল তাকে এখানে নিয়ে আসেন, এরপর এক ডাক্তার এনে তাকে চিকিৎসা করা হয়। পরে তার পায়ে সংক্রমণ হয়। ডাক্তারদের পরিচয় সম্পর্কে তিনি কিছুই জানেন না।
রোগীরা মূলত ডাক্তার হিসেবে জানতো এই হাসপাতালের মালিক সুজন সাহাকে।
রোগীদের কাছে নিজেকে ডাক্তার পরিচয় দিলেও র্যাবের হাতে ধরা পড়ার পর সাহা সাংবাদিকদের বলেন, তিনি ছিলেন মূলত প্যাথলজি ল্যাবের কর্মচারী।