মাধবপুরে ট্রেনে কাটা পড়ে সাবেক ইউপি চেয়ারম্যান নিহত
প্রকাশিত হয়েছে : ৭ ডিসেম্বর ২০১৪, ৮:৫৮ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন হবিগঞ্জের লাখাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোর্শেদ কামাল তালুকদার (মোশাহিদ)। তিনি বুল্লা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান।
আজ ৭ ডিসেম্বর রোববার সকালে আখাউড়া সিলেট রেল সেকশনের হরষপুর রেল স্টেশনে এই দুর্ঘটনা ঘটে।
মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই জহিরুল ইসলাম জানান, মোর্শেদ কামাল তালুকদারসহ আরো ৪ জন ঢাকা যাওয়ার উদ্দেশ্যে সকালে শায়েস্তাগঞ্জ থেকে কালনি ট্রেনে ওঠেন। হরষপুর রেল স্টেশনে ক্রসিয়ের জন্য ট্রেন থামলে পানি কিনতে নামেন মোর্শেদ। ট্রেন ছাড়ার সময় হয়ে গেলে দৌড়ে রেললাইন পার হতে গিয়ে সিলেটগামী পারাবত ট্রেনের নিচে কাটা পড়েন তিনি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা মৃতদেহ উদ্ধার করে।