চীনে বাড়ছে এইডস রোগীর সংখ্যা
প্রকাশিত হয়েছে : ৭ ডিসেম্বর ২০১৪, ৬:২৪ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
চীনে গত এক বছরে এইচআইভি সংক্রমিতের সংখ্যা প্রায় ৬৩ হাজার বেড়েছে। দেশটির জাতীয় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কমিশন বলছে, অক্টোবর পর্যন্ত চীনে এইডস রোগীর সংখ্যা ছিল চার লক্ষ ৯৭ হাজার।
এক বছর আগে ২০১৩ সালের সেপ্টেম্বর পর্যন্ত সংখ্যাটা ছিল চার লক্ষ ৩৪ হাজার। তবে এইচআইভি ভাইরাস সংক্রমণের পরিমাণ বাড়ার কারণে, নাকি বেশি সংখ্যক মানুষের দেহে এইডস ধরা পড়ার কারণে, সংখ্যাটা বেড়েছে সেটা জানা যায়নি।
১৯৮৫ সালে চীনে প্রথম এইডস রোগীর সন্ধান পাওয়া যায়। সেই থেকে এখন পর্যন্ত দেড় লক্ষেরও বেশি চীনা নাগরিক এইডস রোগে মারা গেছেন বলে সরকারি হিসেবে জানা গেছে।
চীনা বার্তা সংস্থা সিনহুয়া’র মতে, প্রায় ৯০ শতাংশ ক্ষেত্রে এইডসের ভাইরাস ছড়িয়ে পড়ার কারণ যৌনমিলন। এর পরেই রয়েছে মায়ের কাছ থেকে সন্তানের দেহে সংক্রমণ এবং সুচের মাধ্যমে প্রবেশ।
চলতি বছরের প্রথম আট মাসে নতুন যত এইডস সংক্রমণের ঘটনা ঘটেছে তার ২৫ শতাংশই সমকামীদের মধ্যে। এক বছর আগের তুলনায় সংখ্যাটা ১৯ শতাংশ বেশি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ডাব্লিউএইচও-র চীন প্রতিনিধি ব্যার্নহার্ড শোয়ার্টল্যান্ডার সরকারি ‘চায়না ডেইল’-তে প্রকাশিত এক প্রবন্ধে এইডস মোকাবিলায় সরকারের নেয়া পদক্ষেপের প্রশংসা করলেও আরও অনেক কিছু করতে হবে বলে মন্তব্য করেন। বিশেষ করে, সমকামী ও যৌনকর্মীদের মধ্যে যেন এইডসের প্রকোপ ছড়িয়ে পড়তে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। এছাড়া যাঁরা এইডস আক্রান্ত তাঁদেরকে যেন বৈষম্যের চোখে দেখা না হয় সেটাও নিশ্চিত করতে হবে বলে মনে করেন তিনি।