বর্ধমান বিস্ফোরণের অন্যতম সন্দেহভাজনকে আসামে গ্রেপ্তারের দাবি এনআইএ’র
প্রকাশিত হয়েছে : ৬ ডিসেম্বর ২০১৪, ৭:২৯ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
বর্ধমান বিস্ফোরণে জড়িত জেহাদী নেটওয়ার্কের অন্যতম মূল নেতা শাহনূর আলম গতকাল ৫ ডিসেম্বর শুক্রবার গভীর রাতে গ্রেপ্তার হয়েছেন।
আসাম পুলিশ আর ভারতের সন্ত্রাসী ঘটনার তদন্ত এজেন্সি এনআইএ যৌথ অভিযান চালিয়ে আসামের নলবাড়ী থেকে গ্রেপ্তার করেছে শাহনূর আলমকে – এমনটাই জানিয়েছেন তদন্তকারীরা।
আলমই জামায়েতুল মুজাহিদিন বাংলাদেশ বা জে এম বি-র সঙ্গে পশ্চিমবঙ্গে গড়ে ওঠা সন্ত্রাসী নেটওয়ার্কের মধ্যে মূল যোগসূত্র ছিলেন বলে তদন্তকারীরা দাবি করছেন।
গ্রেপ্তার হওয়ার পরে রাতভর তাঁকে জেরা করেছে আসাম পুলিশের স্পেশ্যাল ব্র্যাঞ্চ। তাদের দপ্তরেই রাখা হয়েছে তাকে।
এন আই এর উচ্চপদস্থ আধিকারিকদের একটি দল শনিবার সকালেই গুয়াহাটির উদ্দেশ্যে রওনা হয়েছেন। আজই শাহনূর আলমকে আদালতে পেশ করা হবে এবং তারপরেই তাঁকে নিজেদের হেফাজতে নেবে এনআইএ।
দোসরা অক্টোবর পশ্চিমবঙ্গের ওই বিস্ফোরণের পর থেকেই এই সন্ত্রাসী নেটওয়ার্কের অন্যতম নেতা শাহনূর আলমকে খোঁজা হচ্ছিল। বেশ কয়েকবার পুলিশী অভিযানের মধ্যে দিয়েই তিনি পালিয়ে যান। পরিচয় গোপন করতে তিনি দাড়ি কেটে ফেলেছিলেন, তাই পুলিশ তাঁকে খুঁজে পায়নি।
গোপন সূত্রে খবর পেয়ে গত দুদিন ধরে শাহনূর আলমের ওপরে নজরদারি চালানো হচ্ছিল। পরিচয় নিশ্চিত করার পরেই রাতে গ্রেপ্তার হন শাহনূর আলম।
তদন্তকারীদের মতে হাতুড়ে ডাক্তারীর সূত্রেই তিনি সন্ত্রাসী নেটওয়ার্ক চালাতেন। আলমের স্ত্রীকে দু সপ্তাহ আগে গ্রেপ্তার করে আসাম পুলিশ।