ব্রোকারেজ হাউসের মাধ্যমে আইপিও আবেদন সুবিধা পাচ্ছেন না প্রবাসীরা
প্রকাশিত হয়েছে : ৫ ডিসেম্বর ২০১৪, ১:৪৩ অপরাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
ব্রোকার হাউসের মাধ্যমে কোম্পানির প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) প্রবাসী বাংলাদেশিদের (এনআরবি) আবেদন বিষয়ে কোনো গ্রহণযোগ্য সমাধান পায়নি স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ। বৈদেশিক মুদ্রা হিসাব (এফসি অ্যাকাউন্ট) সংক্রান্ত জটিলতার কারণে দেশের সাধারণ বিনিয়োগকারীদের মতো আইপিও আবেদনে প্রবাসীদের একই সুবিধা দেয়া অসম্ভব বলে জানিয়েছেন স্টেকহোল্ডাররা। গতকাল ৪ ডিসেম্বর বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অনুষ্ঠিত এক বৈঠকে এমন মত দিয়েছেন তারা।
ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক স্বপন কুমার বালার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্যবস্থাপনা পরিচালক ওয়ালি-উল-মারূফ মতিন ছাড়াও সেন্ট্রাল ডিপোজিটরি লিমিটেড (সিডিবিএল), বিভিন্ন মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউসের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
জানা যায়, ব্রোকার হাউসের মাধ্যমে সাধারণ বিনিয়োগকারীদের আইপিওর চাঁদা সংগ্রহের প্রক্রিয়ায় প্রবাসী ও বিদেশীদের অন্তর্ভুক্ত করে স্টক এক্সচেঞ্জকে নতুন প্রস্তাব দেয়ার নির্দেশনা দেয় বিএসইসি। এরই অংশ হিসেবে স্টেকহোল্ডারদের সঙ্গে বৈঠক করে ডিএসই। বৈঠকে বর্তমানের প্রচলিত পদ্ধতি অর্থাৎ ব্যাংকের মাধ্যমে এনআরবি বিনিয়োগকারীদের আইপিও আবেদনের অর্থ জমা দেয়ার বিধান অব্যাহত রাখার সিদ্ধান্ত হয়।
কেন্দ্রীয় ব্যাংকের নিয়মানুযায়ী, বিদেশি মুদ্রা লেনদেন এফসি হিসাবের মাধ্যমে সম্পন্ন হবে। একমাত্র বাণিজ্যিক ব্যাংকগুলোয় এফসি হিসাব খোলা যায়। প্রবাসীদের আইপিও আবেদনের সুবিধা দিতে হলে মার্চেন্ট ব্যাংক অথবা ব্রোকার হাউসগুলোকে এফসি হিসাব খুলতে হবে। তবে বর্তমান বিধান অনুযায়ী তাদের এ ধরনের হিসাব খোলার সুযোগ নেই। এ কারণেই ব্রোকার হাউসের মাধমে সাধারণ বিনিয়োগকারীদের মতো প্রবাসীদের আইপিও আবেদনের ফি জমা দেয়ার সুবিধা দেয়া যাবে না বলে বৈঠকে স্টেকহোল্ডাররা জানিয়েছেন।
বৈঠকে ট্রেকহোল্ডাররা আইপিওর চাঁদা সংগ্রহে তাদের কমিশন পাঁচ গুণ বাড়ানোর প্রস্তাব করেন। বর্তমানে সংগৃহীত চাঁদার দশমিক শূন্য ৫ শতাংশ টাকা কমিশন হিসেবে পেয়ে থাকে ব্রোকার হাউস। এটি বাড়িয়ে সংগৃহীত অর্থের দশমিক ২৫ শতাংশ অথবা প্রতি আবেদনে ১০ টাকা কমিশনের দাবি জানিয়েছেন তারা। তবে ডিএসইর পক্ষ থেকে আইপিওর চাঁদা সংগ্রহের দশমিক ১ শতাংশ বা প্রতি আবেদনে ১০ টাকা নির্ধারণের প্রস্তাব নিয়ন্ত্রক সংস্থাকে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
প্রসঙ্গত, গত সেপ্টেম্বরে হামিদ ফ্যাব্রিকসের আইপিওর আবেদন ব্যাংকের পাশাপাশি ব্রোকার হাউস ও মার্চেন্ট ব্যাংকের মাধ্যমে নেয়ার কার্যক্রম শুরু হয়। এর মধ্যে ডিএসইর ১৭৪টি ব্রোকার হাউস, সিএসইর ৭৩টি ও ৩৭টি মার্চেন্ট ব্যাংকসহ মোট ২৮৫টি প্রতিষ্ঠান পাইলট প্রজেক্টের মাধ্যমে সাধারণ বিনিয়োগকারীদের আইপিও আবেদনের চাঁদা সংগ্রহ করছে।