চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরিরের ৯ সদস্যসহ আটক ১২
প্রকাশিত হয়েছে : ৫ ডিসেম্বর ২০১৪, ১২:১১ অপরাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
চট্টগ্রামে মিছিলের চেষ্টাকালে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরিরের ৯ নেতাকর্মীসহ ১২ জনকে আটক করেছে পুলিশ।
আজ ৫ ডিসেম্বর শুক্রবার জুমার নামাজের পর কোতোয়ালি থানার আন্দরকিল্লা জামে মসজিদের সামনে থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়,এসময় তাদের কাছ থেকে রাষ্ট্রবিরোধী উস্কানিমূলক বক্তব্য সম্বলিত লিফলেট ও ব্যানার জব্দ করা হয়েছে।
আটককৃতরা হলেন- মহসিন কলেজের শিক্ষার্থী সাফায়াত ইয়াছিন ইকবাল, আরিফুল ইসলাম, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তন্ময় সুফিয়ান, রায়হান, ইফতেখারুল ইসলাম, আরিফ মোহাম্মদ বিলওয়াল, নুর মোহাম্মদ, আব্দুল কাইয়ুম সবুজ, মহিউল ইসলাম, আইনুল ইসলাম, কামরুজ্জামান ও মাহমুদুল হাসান।
চট্টগ্রাম কোতোয়ালি থানার উপ পরিদর্শক কামরুজ্জামান জানান, জুমার নামাজের পর মসজিদের সামনে থেকে তারা ঝটিকা মিছিলের চেষ্টা করে। পরে পুলিশ ধাওয়া দিয়ে তাদের আটক করে। আটককৃতরা সবাই হিযবুত তাহরিরের সক্রিয় সদস্য। এদের কাছ থেকে রাষ্ট্রবিরোধী উস্কানিমূলক বক্তব্য সম্বলিত লিফলেট ও ব্যানার জব্দ করা হয়েছে। আটকদের মধ্যে সাফায়াত এর আগেও একবার আটক হয়েছিল।