রাজনগরে সিআর মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ৫ ডিসেম্বর ২০১৪, ৯:৩১ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
মৌলভীবাজারের রাজনগর উপজেলার উওরভাগ ইউনিয়ন থেকে সিআর মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি জুলো মিয়াকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।
আজ ৫ ডিসেম্বর শুক্রবার ভোর ৬টার দিকে গোপন সংবাদের ভিতিত্তে হলদিরগুল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। জুলো মিয়া উত্তরভাগ ইউনিয়নের হলদিগুল গ্রামের মৃত মাসুক মিয়ার ছেলে।
রাজনগর থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) আমির হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, সাজাপ্রাপ্ত আসামি জুলো মিয়াকে আগামীকাল শনিবার আদালতে পাঠানো হবে।