গোলাপগঞ্জে বাঘায় ভূমি অধিগ্রহণের টাকা পাচ্ছেন না ভূমির মালিকগণ
প্রকাশিত হয়েছে : ৩ ডিসেম্বর ২০১৪, ১২:০৭ অপরাহ্ণ
সিলেট অফিস # গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের অধিগ্রহণকৃত ভূমির মূল্য সঠিক মালিককে সমজিয়া দেওয়ার দাবীতে বাঘার সর্বস্তরের জনসাধারণ গত ১লা ডিসেম্বর দুপুরে জালালাবাদ সেনানিবাসের ১৭ পদাতিক ডিভিশনের জিওসি কর্নেল মুনিব এর কাছে স্মারকলিপি প্রদান শেষে করেছেন। এ সময় উপস্থিত ছিলেন লেঃ কর্নেল আশরাফ হোসেন, মেজর শাহজাহান।
ক্ষতিগ্রস্থ ভূমি মালিকগণের মধ্যে উপস্থিত ছিলেন সিদ্দিকুর রহমান, হাজী হিরন মিয়া, সাইদুর রহমান, শামীম আহমদ, মরম আলী, মোঃ লুলু মিয়া, সুরমান আলী, ফারুক হোসেন, তৈয়ব আলী, নজরুল ইসলাম, মোঃ রুহুল আমিন, সাচ্চু মিয়া, আনা মিয়া, আব্দুল মান্নান দৌলত, হাজী ফারুক মিয়া, কালা মিয়া, মজির মিয়া, সোনা মিয়া, ফয়েজ আহমদ, এনামুল হক কুটি, দুলাল আহমদ, আব্দুল খালিক, শফিক মিয়া, নিজাম উদ্দিন, সুবেল আহমদ চৌধুরী, কাজী ফারদুল ইসলাম ফুরাদ, পংকি মিয়া, সফিকুল ইসলাম, আব্দুল উজিদ নাদির, কাউছার আহমদ, শাহনূর আহমদ, নিজাম উদ্দিন, মোজাহিদ আলী, বেলাল উদ্দিন, আজমল আলী মেম্বার প্রমুখ।
ভূমির মালিকগণ স্মারকলিপিতে অভিযোগ করেন আমরা ক্ষতিগ্রস্থ ভূমির প্রকৃত মালিকগণ ভূমি অধিগ্রহণের অর্থ পাচ্ছি না। আমাদের প্রদেয় অর্থ নিয়ে টালবাহানা শুরু করে দিয়েছে জেলা প্রশাসনের কতিপয় অসাধু কর্মকর্তা। তারা আমাদের নিকট উৎকোচের টাকা না পেয়ে একজনের ভূমির টাকা অন্যজনকে দিয়ে দিচ্ছে। আমরা জেলা প্রশাসনের অনেকের কাছে ধর্না দিয়ে কোন সুরাহা না পেয়ে অসহায় হয়ে আবারো আমরা আপনাদের স্মরণাপন্ন হয়েছি। আমাদের প্রাণের দাবী আমাদের শেষ সম্বল ভূমি বিক্রির টাকাগুলো যাতে সঠিকভাবে বন্টন করা হয়। এ ব্যাপারে আপনাদের হস্তক্ষেপ কামনা করছি।
মতবিনিময় সভায় জিওসি মুনিব বলেন, আমরা আপনাদের অভিযোগ গ্রহণ করলাম। সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত ভূমির মালিকগণ অবশ্যই তাদের অধিগ্রহণের টাকা ফেরত পাবেন বলে আশ্বস্ত করেন।