রাজনগরে জামায়াত নেতা গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ৩ ডিসেম্বর ২০১৪, ৯:৫৬ পূর্বাহ্ণ
শহর প্রতিনিধি
রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের ছোয়াব আলী বাজার এলাকা থেকে আব্দুল হান্নান (৪০) নামে এক জামায়াত কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। ৩ ডিসেম্বর বুধবার দুপুর সাড়ে ১২টায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হান্নান ঐ ইউনিয়নের বড়দল গ্রামের আব্দুল বারীর ছেলে।
পুলিশসুত্রে জানা যায়, জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী কামারুজ্জামানের ফাঁসির রায়ের প্রতিবাদে ডাকা হরতালের দিন রাজনগরের মহলাল এলাকায় গাড়ী ভাঙচুরের ঘটনা ঘটে। ওই ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।
রাজনগর থানার এএসআই মো. রাজীব হোসেন জানান, হরতালে গাড়ী ভাঙচুরের মামলায় তাকে গ্রেফতার করে তাকে আদালতে পাঠানো হয়েছে।