কুলাউড়ায় কমিউনিটি বেইজড প্রীতি ফুটবল টুর্নামেন্ট
প্রকাশিত হয়েছে : ৩ ডিসেম্বর ২০১৪, ৮:৫১ পূর্বাহ্ণ
কুলাউড়া প্রতিনিধি :: কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়ন পরিষদ মাঠে ১ ডিসেম্বর সোমবার কমিউনিটি বেইজড প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। বেসরকারি সংস্থা আহসানিয়া মিশনের উদ্যোগে আয়োজিত এ ফুটবল টুর্নামেন্টে তরুণ সমাজকল্যাণ সংস্থা ১-০ গোলে আশার আলো যুব সংঘকে পরাজিত করে।
খেলা শেষে জেলা সমন্বয়কারী বজলুর রশীদ খানের সভাপতিত্বে সাংবাদিক আব্দুল আহাদের সঞ্চালনায় পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথি ছিলেন জয়চন্ডী ইউনিয়নের চেয়ারম্যান কমর উদ্দিন আহমদ কমরু, বিশেষ অতিথি ছিলেন কুলাউড়া প্রেসক্লাব সভাপতি ও যুগান্তর প্রতিনিধি আজিজুল ইসলাম, বেসরকারি সংস্থা ক্রেলের কুলাউড়া কর্মকর্তা তৌহিদুর রহমান, দৈনিক আমাদের অর্থনীতি প্রতিনিধি সেলিম আহমদ প্রমুখ।