মুঠোফোনে সাক্ষাতকারে আরিফ : মেয়র নির্বাচিত হওয়াই আমার কাল হয়েছে
প্রকাশিত হয়েছে : ৩০ নভেম্বর ২০১৪, ১১:০৫ পূর্বাহ্ণ
সিলেটভিউ২৪ডটকমের সৌজন্যে

সিলেটের উন্নয়নে নিজেকে সঁপে দেয়ায় উন্নয়ন বিদ্বেষীরাই তার বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বুনেছেন দাবি করে আরিফ বলেন, মেয়র নির্বাচিত হওয়ার পর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও নগরবাসীর সহযোগিতায় কম সময়ের মধ্যে ঈর্ষনীয় অনেক উন্নয়ন হয়েছে। ষড়যন্ত্রকারীরা এটা মেনে নিতে না পেরেই তাকে কিবরিয়া হত্যা মামলায় জড়িয়েছে।
মেয়র আরিফ বলেন, সিটি নির্বাচনের আগে তার বিরুদ্ধে কোন মামলা ছিল না। মেয়র হওয়াই তার কাল হয়ে দাঁড়িয়েছে। মেয়র নির্বাচিত না হলে এ রকম জঘন্যতম মামলায় তাকে জড়ানো হতো না।
নিজেকে নির্দোষ দাবি করে মেয়র আরিফ বলেন, তিনি প্রতিহিংসার রাজনীতির শিকার। প্রতিহিংসাবশত তাকে এই মামলায় আসামী করা হয়েছে। যারা এই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছেন তাদের বিচার আল্লাহর উপর ছেড়ে দিয়ে মেয়র বলেন, আইনের মাধ্যমেই তিনি সকল ষড়যন্ত্রের মোকাবেলা করবেন। মিথ্যার ধূয়াশা কেটে সত্য একদিন প্রতিষ্ঠিত হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
সবশেষে আরিফ জানান, আইনী কাজে তিনি ঢাকায় ছিলেন। এখন ফিরে এসেছেন সিলেটে। ধৈর্য্যসহকারে ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য তিনি নগরবাসীর কাছে দোয়া কামনা করেন। তিনি বলেন- সাইফুর রহমান তার রাজনৈতিক গুরু। তার সাথে থেকে তিনি উন্নয়নের রাজনীতিই শিখেছেন, প্রতিহিংসার নয়।
সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়াকে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবীদ উল্লেখ করে আরিফ এই হত্যাকান্ডের সাথে যারা জড়িত তাদের সুষ্ঠু তদন্ত স্বাপেক্ষে খোঁজে বের করে দৃষ্টামূলক শাস্তির দাবি জানান।