বিশ্বনাথের লামাকাজীতে আ.লীগ কার্যালয়ে আগুন
প্রকাশিত হয়েছে : ২৭ নভেম্বর ২০১৪, ৮:১৩ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক # সিলেটে গভীর রাতে আওয়ামী লীগের কার্যালয়ে আগুন লেগে পাশের আরো ৩টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। খবর পেয়ে রাত ৩টার দিকে সিলেট দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে সিলেট-সুনামগঞ্জ সড়কের লামাকাজি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান- আগুনে লামাকাজি বাজারের আল আমিন রেস্টুরেন্ট, আবেদ আলী রেস্টুরেন্ট, স্থানীয় আওয়ামী লীগের কার্যালয় ও একটি পানের টং দোকান পুড়ে যায়।
ঘটনাস্থল থেকে সিলেট স্টেশন অফিসার জাবেদ হোসেন মো. তারেক জানান-বিদ্যুতের শর্ট সাকির্ট থেকে আগুনের সূত্রপাত ঘটে। আগুনে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্থ হওয়া ব্যবসা প্রতিষ্ঠানগুলো হলো- আল আমিন রেস্টুরেন্ট, আবেদ আলী রেস্টুরেন্ট ও একটি টং দোকান।
খবর পেয়ে রাত ৩টার দিকে সিলেট থেকে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
সিলেট ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার জাবেদ মো. তারেক জানান- অগ্নিকান্ডে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বিদ্যুতের শর্ট সাকির্ট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। – See more at: http://www.sylhetview24.com/news/details/Sylhet/17997#sthash.S6pnPbcM.dpuf