আলহাজ্ব হাফিয সাব্বির আহমদ
লতিফ সিদ্দিকীকে রক্ষার কোন কৌশলই কাজে আসবে না
প্রকাশিত হয়েছে : ২৭ নভেম্বর ২০১৪, ১:২০ অপরাহ্ণ
লন্ডন সংবাদদাতা ::
মুরতাদ লতিফ সিদ্দিকীকে রক্ষার কোন কৌশলই কাজে আসবে না বলে মন্তব্য করেছেন আনজুমানে আল ইসলাহর কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলহাজ হাফিয সাব্বির আহমদ।
তিনি বলেন, হজ ও মহানবীকে নিয়ে কটূক্তিকারী আওয়ামী সরকারের অপসারিত মন্ত্রী লতিফ সিদ্দিকী একজন মুরতাদ। তার স্বেচ্ছায় দেশে আসা ও থানা পুলিশের কাছে আত্মসর্মপন করা সম্পূর্ণ সাজানো নাটক। পূর্ব থেকেই জ্ঞাত বাংলাদেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার না করে প্রমাণ করেছে যে এটা সরকারের সাজানো নাটক। উপর মহলের গ্রিন সিগনালে লতিফ সিদ্দিকী দেশে ফিরার পর আত্মসমর্পন ও কারাগারে প্রেরণের মাধ্যমে সাজানো নাটক মঞ্চস্ত করা হয়েছে।
তিনি হুশিয়ারী উচ্চারণ করে আরো বলেন, লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ না করে কোন প্রকারের শিথিলতা প্রদর্শন করা হলে বাংলাদেশের মুসলামানরা ঘরে বসে থাকবে না। নবী প্রেমের নজরানা পেশ করতে তারা একাট্টা হয়ে বৃহৎ আন্দোলনে যেতে বাধ্য হবে। তখন তাকে বাঁচানোর কোন কৌশলই কাজে আসবে না। আন্দোলনের স্রোতে ক্ষমতাসীন সরকারও দিশেহারা হয়ে পড়বে।
সিলসিলা ইসলামিক সোসাইটি ইউকের উদ্যোগে ফুলতলী ইসলামিক সেন্টার, কভেন্ট্রিতে গত ২৬ নভেম্বর ‘ইসলাম ও মুসলমান বনাম নাস্তিকতা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন।
ফুলতলী ইসলামিক সেন্টার কভেন্ট্রির পরিচালক আলহাজ জসিম উদ্দিনের সভাপতিত্বে ও মাওলানা আবুল হাসানের পরিচালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন সেন্টারের উপদেষ্টা আলহাজ এমাদ উদ্দিন, পরিচালক আলহাজ গোলাম কিবরিয়া প্রমুখ।