আজ ঢাকা আসছেন নিশা দেশাই
প্রকাশিত হয়েছে : ২৭ নভেম্বর ২০১৪, ৭:৫৭ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক # যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল আজ বৃহস্পতিবার বাংলাদেশ সফরে আসছেন। বিকেলে নেপালের রাজধানী কাঠমাণ্ডু থেকে তার ঢাকায় আসার কথা রয়েছে। সার্কের পর্যবেক্ষক যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হিসেবে তিনি ওই সম্মেলনে যোগ দিয়েছেন।
জানা গেছে, তিন দিনের এই সফরে তিনি সরকার ও বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠকের কথা রয়েছে তার।
এর আগে গত নভেম্বরে বাংলাদেশ সফরে এসেছিলেন নিশা দেশাই। তখন তিনি একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সরকার ও বিরোধী দলের নেতাদের সঙ্গে ব্যাপক কূটনৈতিক তৎপরতা চালান। কিন্তু শেষ পর্যন্ত বিএনপি ওই নির্বাচনে অংশ নেয়নি।
তবে ঢাকার ওয়াকেফহাল মহল এই সফরের ওপর তীক্ষ্ণ নজর রাখছেন। বিশেষ করে সব দলের অংশ গ্রহণে দেশে একটি মধ্যবর্তী নির্বাচনের দাবি উঠেছে। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো একটি গ্রহণযোগ্য নির্বাচনের ব্যাপারে গুরুত্বারোপ করে আসছেন। তারা এজন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ অনুষ্ঠানের তাগিদ দিচ্ছেন।
তবে সরকার বলছে, দেশে মধ্যবর্তী নির্বাচনের কোনো সম্ভাবনা নেই। সময় মতো ২০১৯ সালেই নির্বাচন অনুষ্ঠিত হবে। নিশা দেশাইয়ের এই সফর মধ্যবর্তী নির্বাচন ইস্যুতে কি ভূমিকা রাখে সেটাই দেখার বিষয়।