চুনারুঘাটে ছেলের হাতে মা খুন
প্রকাশিত হয়েছে : ২৬ নভেম্বর ২০১৪, ১০:০৫ পূর্বাহ্ণ
সিলেট অফিস :
হবিগঞ্জের চুনারুঘাটে ছেলের কাঁচির আঘাতে বৃদ্ধা মায়ের করুণ মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার রাণীগাঁও ইউনিয়নের তারাসুল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত হালিমা ভানু (৬০) ওই ইউনিয়নের মিরাশী গ্রামের মহরম আলীর স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, হালিমা ভানুর সাথে জমিজমা নিয়ে ছেলে সফিক মিয়া (৩২) এর বিরোধ চলে আসছিল। এ নিয়ে সফিক তার মাকে প্রায়ই নির্যাতন করতো। সফিকের নির্যাতন থেকে বাঁচতে হালিমা ভানু কয়েকদিন আগে উপজেলার রাজাকোণা গ্রামে এক আত্মীয়ের বাড়িতে পালিয়ে ছিলেন।
মঙ্গলবার সকালে হালিমা ভানু বাড়িতে ফেরার পথে তারাসুল গ্রামে ছেলে সফিকের সাথে তার দেখা হয়। এ সময় মা ও ছেলের মাঝে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সফিক মিয়া হাতে থাকা কাঁচি দিয়ে হালিমা ভানুর পেট কেটে ফেলে। এতে ঘটনাস্থলেই হালিমা ভানু মারা যান। সফিক মিয়া গ্রামের বাড়িতে হালিমা ভানুর লাশ ফেলে পালিয়ে যায়।
খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
চুনারুঘাট থানার ওসি অমূল্য কুমার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হালিমার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।