নাইজেরিয়ায় আত্মঘাতী বোমা হামলায় নিহত ৭৮
প্রকাশিত হয়েছে : ২৬ নভেম্বর ২০১৪, ৯:৫৪ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
নাইজেরিয়ায় একটি জনবহুল মার্কেটে আত্মঘাতী বোমা হামলা চালিয়ে ৭৮ জনকে হত্যা করেছে দুই নারী।
গতকাল মঙ্গলবার দেশটির উত্তরে অবস্থিত মাইডোগুরি শহরে এ হামলার ঘটনা ঘটে। মেডিকেলের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, এ ঘটনায় ৭৮ জন নিহত হয়েছেন।
তবে সরকার সমর্থিত বর্নোর রক্ষা বাহিনীর সমন্বয়ক আব্বা আজি খলিলি বার্তা সংস্থা এপিকে ৩৩ জন নিহতের কথা জানিয়েছেন।
তিনি বলেন, ‘হামলাকারী নারীরা হিজাব পরে মার্কেটে প্রবেশ করে। প্রথমবারের হামলায় তিন নারী নিহত হন। ঘটনাস্থলে লোকজন জড়ো হলে আরেক নারী এসে আত্মঘাতী বোমা হামলা চালায়। এ সময় নিহত হন ৩০ জন।’
কোনো সংগঠন এ হামলার কথা স্বীকার না করলেও দেশটির বহুল আলোচিত সশস্ত্র ইসলামী গোষ্ঠীকে সন্দেহ করা হচ্ছে।
নাইজেরিয়াকে ইসলামী শাসন প্রতিষ্ঠার লক্ষে ২০০২ সালে বর্নো রাজ্যে রাজধানী মাইডোগুরিতে বোকো হারাম গঠিত হয়। সশস্ত্র এ সংগঠনটি বর্নোর বড় একটা অংশ ইতিমধ্যে দখল করে নিয়েছে।
আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামেনেস্টি ইন্টারন্যাশনালের তথ্য মতে, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ১৫শ মানুষকে হত্যা করেছে বোকো হারাম।