কাঠমান্ডুতে দু’দিনব্যাপী সার্ক শীর্ষ সম্মেলন উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ২৬ নভেম্বর ২০১৪, ৫:১৯ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
নেপালের রাজধানী কাঠমান্ডুতে শুরু হওয়া দু’দিনের সার্ক শীর্ষ সম্মেলনে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বুধবার সকাল পৌনে ১০টায় তিনি ভাষণ শুরু করেন।
‘শান্তি ও সমৃদ্ধির জন্য আরও ঘনিষ্ঠ সম্পর্ক’- এ প্রতিপাদ্য সামনে রেখে সকাল সাড়ে ৯টায় শুরু হয়েছে ১৮তম সার্ক শীর্ষ সম্মেলনের মূল পর্ব।
ভ্রীকুটি মণ্ডপে রাষ্ট্রীয় সভাগৃহে শীর্ষ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মালদ্বীপের প্রেসিডেন্ট ও সার্কের বিদায়ী চেয়ারপারসন আবদুল্লাহ ইয়ামিন আবদুল গাইয়ুম। তার সঙ্গে নেপালের প্রধানমন্ত্রী সুশীল কৈরালা প্রদীপ প্রজ্বলন করেন।
শীর্ষ সম্মেলনে ৯টি পর্যবেক্ষক দেশ থেকে প্রায় ৩৫০ জন অতিথি অংশ নিয়েছেন। এ ছাড়া সম্মেলনের খবর সংগ্রহ করতে সার্কভুক্ত দেশগুলো ছাড়াও আরও কয়েকটি দেশের প্রায় চারশ’ গণমাধ্যমকর্মীও এখন নেপালে অবস্থান করছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শীর্ষ সম্মেলনে অংশ নেওয়ার জন্য মঙ্গলবার বিকেলেই সফরসঙ্গীদের নিয়ে কাঠমান্ডু পৌঁছেন।
শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের ফাঁকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেপালের প্রধানমন্ত্রী সুশীল কৈরালা, আফগানিস্তানে প্রেসিডেন্ট ড. আশরাফ ঘানি ও মালদ্বীপের প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিন আবদুল গাইয়ুমের সঙ্গে বৈঠক করবেন। এ ছাড়া সন্ধ্যায় অন্যান্য দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে হোটেল ক্রাউন প্লাজা সোয়েলটিতে নেপালের প্রধানমন্ত্রী আয়োজিত ভোজসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানেও যোগ দেবেন তিনি।
আগামী বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্য রাষ্ট্র ও সরকারপ্রধানরা অবকাশের জন্য কাঠমান্ডু থেকে ১৩ কিলোমিটার দূরে অবস্থিত নেপালের অন্যতম পর্যটনকেন্দ্র নয়নাভিরাম ধুলিখেলের ‘দাওয়ারিকা রিসোর্ট’ যাবেন। এ দিনই দুপুরে সেখানে শেখ হাসিনার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক হওয়ার কথা।
শীর্ষ সম্মেলন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাঠমান্ডুর রাষ্ট্রপতি ভবনে নেপালের রাষ্ট্রপতি ড. রামবরণ যাদবের সঙ্গে সাক্ষাৎ করবেন।