লন্ডনে অবস্থান করছেন আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী
প্রকাশিত হয়েছে : ২৫ নভেম্বর ২০১৪, ৯:৩৬ পূর্বাহ্ণ
লন্ডনে পৌঁছেছেন আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী। গত ২৩ নভেম্বর লন্ডনের হিথ্রো বিমানবন্দরে তিনি অবতরণ করেন।
সেখান থেকে লন্ডনের আশফুড় মিলনায়নে যান এবং আশিকীন-মুহিব্বীন ও ভক্ত অনুসারীদের নিয়ে খতমে খাজেগান, মিলাদ মাহফিল ও জিকির আযকার শেষে মুসলিম উম্মাহ ও বিশ্ববাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনায় মোনাজাত করেন।
জানা যায়, লন্ডন অবস্থানকালীন ধর্মীয় বিভিন্ন প্রোগ্রামে যোগদান, আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহর প্রতিষ্ঠিত বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন ও খানকাহ শরীফ পরিচালনাসহ সেদেশে অবস্থানরত তাঁর মুরিদীন ও মুহিব্বীনদের সময় দেবেন।