অবশেষ জৈন্তাপুর সীমান্তে নিহত বাংলাদেশি যুবকের লাশ ফেরত দিল বিএসএফ
প্রকাশিত হয়েছে : ২৪ নভেম্বর ২০১৪, ৮:৫৩ পূর্বাহ্ণ
সিলেট সংবাদদাতা ::
সিলেটের জৈন্তাপুর সীমান্তে খাসিয়ার গুলিতে নিহত বাংলাদেশী নাগরিক কুদরত উল্লাহ (৩০)-এর লাশ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল ২৩ নভেম্বর রোববার রাত সাড়ে ৭টার দিকে ১২৮৮ নং- মেইন পিলারের কাছে টিপরাখলা এলাকা দিয়ে বিজিবি‘র কাছে লাশ হস্তান্তর করা হয়।
বাংলাদেশের পক্ষে লাশ গ্রহণ করেন ৫ ব্যাটেলিয়ন বিজিবি’র অপারেশন অফিসার মেজর আব্দুর রহমান। এ সময় বিজিবির সদস্যবৃন্দ ছাড়াও জৈন্তাপুর মডেল থানার পুলিশ, জনপ্রতিনিধি, লাশের আত্মীয় স্বজনসহ বিপুল সংখ্যক স্থানীয় জনতা উপস্থিত ছিলেন।
লাশ হস্তান্তরের খবর পেয়ে সন্ধ্যায় সীমান্ত এলাকা পরিদর্শন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. জয়নাল আবেদীন। এ সময় তিনি নিহতের আত্মীয় স্বজনকে সান্ত্বনা এবং উপজেলা পরিষদ থেকে আর্থিক সহায়তার আশ্বাস দেন।
উল্লেখ্য, গত ২১ নভেম্বর শুক্রবার সকাল ১১টার সীমান্তের ১২৯৩নং মেইন পিলারের ৭নং-সাব পিলারের কাছে ভারতের হেওয়ায় বস্তি এলাকায় খাসিয়ারা বাংলাদেশি নাগরিক দিনমজুর কুদরত (৩০) কে গুলি করে হত্যা করে। নিহত কুদরত গুয়াবাড়ি (আদর্শগ্রাম)’র আসদ উদ্দিনের পুত্র।