ইসলামী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
প্রকাশিত হয়েছে : ২৪ নভেম্বর ২০১৪, ৬:০৭ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০১৪-১৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ধর্মতত্ত্ব অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।
গতকাল ২৩ নভেম্বর রোববার রাত ১০টার দিকে ফল প্রকাশ করা হয় বলে জানিয়েছেন ‘এ’ ইউনিট সমন্বয়কারী অধ্যাপক ড. আব্দুর রহমান আনওয়ারী।
তিনি জানান, পরীক্ষায় উত্তীর্ণ ২৪০ জনকে মেধা তালিকা ও ২৪০ জনকে অপেক্ষমাণ তালিকায় রেখে ‘এ’ ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে। ফলাফল ইউনিট সমন্বয়কারীর কার্যালয়ের নোটিশ বোর্ডে পাওয়া যাবে।
এছাড়া আজ সোমবার সন্ধ্যার মধ্যে ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.iu.ac.bd) পাওয়া যাবে বলেও জানান তিনি।
প্রসঙ্গত, রোববার সকাল সাড়ে ১১টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত এক শিফটে ধর্মতত্ত্ব অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার ‘এ’ ইউনিটে ২৪০টি আসনের বিপরীতে মোট ৪হাজার ৪৫৪ জন শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন করেন।
ধর্মতত্ত্ব অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের পঠিত বিষয় হলো-আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ এবং দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ।
ড. আনওয়ারী জানান, ভর্তি পরীক্ষায় মেধা তালিকা ও অপেক্ষমান তালিকায় উত্তীর্ণদের সাক্ষাতকারের তারিখ পরে জানানো হবে।