আগাম নির্বাচনকে সামনে রেখে ভেঙে দেওয়া হলো জাপানের পার্লামেন্ট
প্রকাশিত হয়েছে : ২১ নভেম্বর ২০১৪, ৯:১৭ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
আগাম নির্বাচনের জন্য পার্লামেন্ট ভেঙে দেওয়ার ঘোষণাটা দেওয়া ছিল আগেই, বাকি ছিল শুধু আনুষ্ঠানিকতা। এবার আনুষ্ঠানিকতাও সারলেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে।
আজ শুক্রবার সকালে স্পিকার বুনমেই আইবুকি পার্লামেন্ট ভেঙে দেওয়ার ঘোষণা দেওয়ার পর পরই একযোগে উল্লাস করেন আইনসভার সদস্যরা।
গত ১৮ নভেম্বর মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে অ্যাবে জানান, আগাম নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ২১ নভেম্বর পার্লামেন্টের নিম্নকক্ষ ভেঙে দিতে পারেন।
দুই বছর আগে জাপানের ক্ষতমায় আসেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির এ নেতা। দেশটির সংবিধান অনুযায়ী সাধারণ নির্বাচন অনুষ্ঠানে আরও দুই বছর সময় বাকি আছে।
তবে জাপানের অর্থনীতি পুনরুদ্ধারে এক উচ্চাভিলাসী পরিকল্পনা হাতে নেওয়ার পর অ্যাবের জনপ্রিয়তা কমে যাওয়ার পরিপ্রেক্ষিতে নির্ধারিত সময়ের দুই বছর আগেই এ ঘেষাণা দিলেন অ্যাবে। তার এ পরিকল্পনা জাপানে ‘অ্যাবেনোমিকস’ নামে পরিচিতি পায়।
জাপানের সর্বাধিক প্রচারিত পত্রিকা আমাহি শিম্বুনের এক জরিপ অনুযায়ী, মাত্র ৩৯ শতাংশ জাপানি এখন অ্যাবেকে সমর্থন করেন। তবে বিরোধী দলের সমন্বয়হীনতার জন্য আগামী নির্বাচনেও অ্যাবের দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) জেতার সম্ভাবনা রয়েছে। ডিসেম্বর মাসের মাঝামাঝিতে এ আগাম নির্বাচন হওয়ার কথা।
মঙ্গলবারের সংবাদ সম্মেলনে অ্যাবে বলেছিলেন, ‘দেশের মানুষের মতামত শুনা উচিত আমার। (নির্বাচনে) আমরা যদি সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে ব্যর্থ হই তাহলে ধরে নেব যে আমাদের অ্যাবেনোমিকস জনগণের কাছে প্রত্যাখ্যাত হয়েছে। তখন আমি পদত্যাগ করব।’