আজ দেওয়ান ফরিদ গাজীর ৪র্থ মৃত্যুবার্ষিকী
প্রকাশিত হয়েছে : ১৯ নভেম্বর ২০১৪, ৬:২৮ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
আজ ১৯ নভেম্বর বুধবার বর্ষীয়ান রাজনীতিক, মুক্তিযুদ্ধের সংগঠক ও স্বাধীনতা যুদ্ধের ৪ ও ৫ নং সেক্টরের বেসামরিক প্রশাসক, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ও সাবেক মন্ত্রী দেওয়ান ফরিদ গাজীর ৪র্থ মৃত্যুবার্ষিকী ।
এ উপলক্ষে সিলেটসহ বিভিন্নস্থানে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে কবর জেয়ারত, মসজিদে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল, শিরনি বিতরণ, মন্দির ও মসজিদে বিশেষ প্রার্থনা ইত্যাদি।
১৯২৪ সালে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া গ্রামে দেওয়ান হামিদ গাজীর ঘরে জন্ম নেন দেওয়ান ফরিদ গাজী। ছাত্রজীবন থেকেই রাজনীতিতে জড়িয়ে পড়েন তিনি। শিক্ষা জীবনে তিনি সিলেট রসময় মেমোরিয়াল হাইস্কুল থেকে ম্যাট্রিক ও মদনমোহন কলেজ থেকে বিএ পাস করেন। এছাড়া, সিলেট আলীয়া মাদ্রাসা ও সিলেট এমসি কলেজেও পড়াশোনা করেন তিনি। ১৯৪৭ সালে রেফারেন্ডামের সময় থেকেই তৎকালীন ইসলামিয়া কলেজের ছাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেন তিনি। ফরিদ গাজী আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ১৯৭০ সালে সিলেট সদর আসন থেকে জাতীয় পরিষদ সদস্য (এমএনএ) নির্বাচিত হন। ১৯৭৩ সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সিলেট সদর আসন থেকে এমপি নির্বাচিত হয়ে বঙ্গবন্ধুর মন্ত্রিসভায় বাণিজ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। ফরিদ গাজী ১৯৯৬, ২০০১ এবং সর্বশেষ ২০০৮ সালের সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে বিপুল ভোটে নির্বাচিত হয়ে নবম জাতীয় সংসদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭০ সাল থেকে পাঁচবার নির্বাচিত সংসদ সদস্য, আওয়ামী লীগের এই প্রবীণ নেতা ২০১০ সালের ১৯ নভেম্বর শুক্রবার ভোর ইন্তেকাল করেন।