অর্থনৈতিক মন্দা মোকাবেলায় ইউরোজোনের জন্য নতুন পরিকল্পনা
প্রকাশিত হয়েছে : ১৯ নভেম্বর ২০১৪, ৮:৫৭ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
ইউরোপের আঠারোটি দেশ নিয়ে গঠিত ইউরোজোনের বর্তমান অর্থনীতির অবস্থা ভালো নয়। গত কয়েকমাস ধরেই মুদ্রাস্ফীতির হার প্রত্যাশার চেয়ে অনেক কম অবস্থায় ঘোরাঘুরি করছে।
এ অবস্থা যদি চলতে থাকে তাহলে ভবিষ্যতে সরকারি বন্ড কেনার কথা বলছেন ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রেসিডেন্ট মারিও দ্রাগি। গত সোমবার ইউরোপীয় সংসদের সদস্যদের মুখোমুখি হয়ে এ পরিকল্পনার কথা জানান তিনি।
তবে ইসিবির সম্ভাব্য এই পদক্ষেপ ইউরোজোনের অর্থনীতির উপর প্রভাব ফেলতে পারবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠতে পারে। কেননা একই পদক্ষেপ গ্রহণ করেও জাপানের কেন্দ্রীয় ব্যাংক মন্দা এড়াতে পারেনি। সোমবারই দেশটি মন্দায় আক্রান্ত হওয়ার খবর দেয়।
ইউরোপের বৃহত্তম অর্থনীতির দেশ জার্মানি অবশ্য ইসিবির এমন সিদ্ধান্তের পক্ষে নয়। তারা মনে করে এর ফলে বাড়িত অর্থ অমিতব্যয়ী দেশগুলোর কাছে চলে যেতে পারে। তবে যু্ক্তরাষ্ট্র ও ব্রিটেনের কেন্দ্রীয় ব্যাংক তাদের অর্থনীতি চাঙা রাখতে বন্ড কেনার মতো পদক্ষেপে জড়িত আছে।
এদিকে, চলমান ইউক্রেন সংকটের কারণে নেয়া কিছু পদক্ষেপের প্রত্যক্ষ প্রভাব পড়তে শুরু করেছে। সংকট সমাধানে ইউরোপ ও রাশিয়া একে অপরের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। জার্মানিতে এর ফলে বিভিন্ন কাজের অর্ডারের পরিমাণ কমতে শুরু করেছে বলে জানা গেছে।