চাতলাপুর সীমান্ত এলাকা থেকে ১০ লক্ষ টাকার ভারতীয় জর্দাসহ আটক ১
প্রকাশিত হয়েছে : ১৮ নভেম্বর ২০১৪, ৭:৪৯ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজিপুর ইউনিয়নের মনু রেল স্টেশন এলাকা থেকে ভারতীয় গোপাল জর্দা ও একটি সিএনজিসহ একজনকে আটক করেছে বিজিবি। গতকাল ১৭ নভেম্বর সোমবার সকাল সাড়ে ৬টায় এ মালামালসহ আব্দুল মজিদ(৪৫) নামে একজনকে আটক করা হয়েছে।
চাতলাপুর বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে বিজিবি নায়েক আছাদ এর নেতৃত্বে একদল বিজিবি মনু রেল স্টেশন এলাকা থেকে ১৮শ পিছ গোপাল জর্দা, একটি সিএনজি (নম্বর – সিলেট থ ১২-৪৬৭০), সিএনজির ভিতরে থাকা একটি বাইসাইকেল ও মালের সাথে থাকা একজনকে আটক করছে।
আটককৃত আব্দুল মজিদের বাড়ি চাঁদপুর জেলার আরিছাঘাটে।
চাতলাপুর কোম্পানি কমান্ডার মো. আব্দুল মালেক জানান, আটককৃত ব্যক্তি ও মালামালসহ সিএনজি কুলাউড়া থানায় পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, আটককৃত মালামালের মূল্য ১৫ লক্ষাধিক হবে। এ ব্যাপারে মাদক আইনে একটি মামলা হবে।