ঢাকায় ভারতীয় গোয়ন্দা দলের কার্যক্রম শুরু
প্রকাশিত হয়েছে : ১৮ নভেম্বর ২০১৪, ৫:২০ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
বাংলাদেশের কর্মকর্তারা বলেছেন, জঙ্গি তৎপরতা নিয়ে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনআইএ-র দেয়া তথ্যকে গুরুত্ব দিয়ে বাংলাদেশ তদন্তে সহযোগিতা করছে।
পশ্চিমবঙ্গের বর্ধমান বিস্ফোরণের তদন্তের অংশ হিসেবে এনআইএ’র উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল গতকাল ১৭ নভেম্বর সোমবার ঢাকায় এসেই বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক করেছে।
সেই বৈঠকের পর বাংলাদেশ ভারতের এই তদন্তে সহযোগিতার জন্য একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করেছে।
ঢাকায় কর্মকর্তারা বলেছেন, দু’দেশের কিছু দুষ্কৃতকারী বর্ধমান বিস্ফোরণে জড়িত বলে ভারত সরকার তাদের জানিয়েছে। স্বরাষ্ট্র সচিবের সাথে ভারতীয় প্রতিনিধিদলের বৈঠকে বাংলাদেশের পুলিশ, র্যাব, বিজিবি এবং গোয়েন্দা সংস্থাগুলোর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভারতের পক্ষ থেকে বর্ধমান বিস্ফোরণের ঘটনায় তাদের প্রাথমিক তদন্তের বিস্তারিত তুলে ধরা হয়েছে। ভারত জানিয়েছে, দুই দেশেই কিছু দুষ্কৃতকারী রয়েছে, যারা বর্ধমান বিস্ফোরণের ঘটনায় জড়িত। সেখানে বাংলাদেশের কয়েকজনের নাম ভারত দিয়েছে।
বাংলাদেশের স্বরাষ্ট্র সচিব মো. মোজাম্মেল হক খান বলেছেন, ভারতের প্রাথমিক তদন্তের তথ্যকেই গুরুত্ব দিয়ে বাংলাদেশও এর চুড়ান্ত তদন্ত চেয়েছে।
এনআইএ’র মহাপরিচালক সারদ কুমার ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্বে রয়েছেন ।
প্রথম দিনের আলোচনায় হরকাতুল জেহাদ এবং জেএমবিসহ বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠনগুলোর ব্যাপারে ভারতের তদন্তদল তথ্য চেয়েছে বলে জানা গেছে।
যদিও এসব নিষিদ্ধ সংগঠনের অন্যকোন দেশে গিয়ে বড় ধরণের নাশকতা করার শক্তি নেই বলে বাংলাদশে মনে করে। সে বিষয়টি বাংলাদেশ তুলে ধরেছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অন্য সূত্রগুলো জানিয়েছে। তবে স্বরাষ্ট্র সচিব মো. মোজাম্মেল হক খান বলেছেন, বাংলাদেশ সংশ্লিষ্ট সব বিষয়েই তথ্য আদান প্রদান করার কথা জানিয়েছে।
এই তদন্তের প্রক্রিয়ায় বাংলাদেশের গোয়েন্দা সংস্থার একটি প্রতিনিধিদলও ভারতে যাওয়ার ব্যাপারে দু’পক্ষ একমত হয়েছে। তবে স্বরাষ্ট্র সচিব জানিয়েছেন, দুই দেশের যৌথ তদন্তের প্রয়োজন আছে কিনা তা আরও পরে সিদ্ধান্ত হবে।