বর্ধমান বিস্ফোরণের জঙ্গি সম্পৃক্ততা তদন্তে ভারতীয় গোয়েন্দা দল এখন ঢাকায়
প্রকাশিত হয়েছে : ১৭ নভেম্বর ২০১৪, ১২:০০ অপরাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় একটি বিস্ফোরণের ঘটনা তদন্তের অংশ হিসেবে ভারতের গোয়েন্দারা আজ ঢাকায় এসে পৌঁছেছে।
এনআইএ’র এই প্রতিনিধি দলের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে আজ বৈঠক করেছে।
এর আগে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছিলেন, ভারতের এনআইএ’র দল যখন বাংলাদেশে আসবে, তখন আলোচনায় বাংলাদেশ যৌথভাবে তদন্তের আগ্রহ প্রকাশ করবে। সেই প্রক্রিয়ায় বাংলাদেশের গোয়েন্দা দলও ভারতে যেতে পারে বলে প্রতিমন্ত্রী উল্লেখ করেছিলেন।
বাংলাদেশকে দেয়া ভারতের প্রাথমিক তদন্ত প্রতিবেদনে বর্ধমান বিস্ফোরণের ঘটনায় বাংলাদেশের নাগরিকের জড়িত থাকার কথা বলা হয়েছে।
গত মাসের দুই তারিখে বর্ধমানের খাগড়াগড়ে এক বিস্ফোরণে শাকিল আহমেদ এবং সোবহান মণ্ডল নামে দু’জন নিহত হয়।
নিহত দু’জনই বাংলাদেশি নাগরিক বলে জানায় ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনআইএ।