বিশ্ব থেকে পোলিও রোগ নির্মূলের পথে
প্রকাশিত হয়েছে : ১৬ নভেম্বর ২০১৪, ৬:২০ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
বিশ্ব থেকে পোলিও রোগ নির্মূলের ক্ষেত্রে এক বিরাট মাইল ফলক অর্জিত হয়েছে বলে মনে করছে যুক্তরাষ্ট্রের ‘সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল’।
সংস্থার বিশেষজ্ঞরা মনে করছেন, গণ হারে টিকা দান কর্মসূচির ফলে তিন ধরনের পোলিও ভাইরাসের দুটি বিশ্ব থেকে নির্মূল করা গেছে। তৃতীয় ভাইরাসটি (ওয়াইল্ড পোলিও ভাইরাস টাইপ-থ্রী) গত দুবছরে বিশ্বের কোথাও পাওয়া যায়নি। কিন্তু তারপরও এটি পুরোপুরি নির্মূল হওয়ার ঘোষণার জন্য অন্তত আরও এক বছর অপেক্ষা করতে হবে।
টাইপ টু পোলিও ভাইরাস নির্মূলনের ঘোষণা দেয়া হয় ১৯৯৯ সালে।
এক মাত্র পাকিস্তান, আফগানিস্তান এবং নাইজেরিয়ায় টাইপ থ্রি পোলিও ভাইরাস রয়ে গেছে বলে মনে করা হয়।
তালেবান জঙ্গীদের হুমকির কারণে পাকিস্তান এবং আফগানিস্তানের অনেক এলাকায় টিকাদান কর্মসচি পরিচালনা করা যায় না। নাইজেরিয়ায় একইভাবে বোকো হারাম জঙ্গী গোষ্ঠির কারণে টিকা দান কর্মসূচি ব্যাহত হচ্ছে।