দক্ষিণ সুদানে বিদ্রোহীদের সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষে ২৯ জন নিহত
প্রকাশিত হয়েছে : ১২ নভেম্বর ২০১৪, ৭:২৬ পূর্বাহ্ণ
দক্ষিণ সুদানের সেনাবাহিনী এবং দেশটির সাবেক ভাইস প্রেসিডেন্ট রিয়েক মাচারের নেতৃত্বাধীন বিদ্রোহীদের মধ্যে গতকাল ১১ নভেম্বর মঙ্গলবার সংঘর্ষে ২৯ জন নিহত হয়েছে।
নিহতদের মধ্যে পাঁচজন সেনা এবং ২৪ বিদ্রোহী বলে দক্ষিণ সুদানের সেনাবাহিনীর মুখপাত্র ফিলিপ আগুয়ার জানিয়েছেন।
এক সংবাদ সম্মেলনে তিনি আরো জানিয়েছেন, দেশটির উত্তরাঞ্চলে সুদান সীমান্তের কাছে বিদ্রোহীরা হামলা চালালে এ সংঘর্ষ হয়। সংঘর্ষের জন্য বিদ্রোহীদের দায়ী করে তিনি বলেন, দক্ষিণ সুদানের সেনাবাহিনী এ হামলা প্রতিহত করেছে। সংঘর্ষের পর দুই বিদ্রোহীকে আটক এবং বেশ কিছু অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি। দক্ষিণ সুদানের সেনা মুখপাত্র বলেন, শেষ পর্যন্ত বিদ্রোহীরা ওই এলাকা থেকে সরে গেছে এবং বর্তমানে সেনাবাহিনী ওই এলাকা নিয়ন্ত্রণ করছে ।
দক্ষিণ সুদানের রিপাবলিকান গার্ডের সাবেক সদস্য পিটার লিম এ হামলার নেতৃত্ব দিয়েছেন বলে জানানো হয়েছে।
গত সপ্তাহে ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় দক্ষিণ সুদানের প্রতিদ্বন্দ্বী দু’পক্ষ শান্তি চুক্তি সই করার পর এ সংঘর্ষ হলো।