মোদির মন্ত্রিসভায় নতুন ২১ মুখ
প্রকাশিত হয়েছে : ১০ নভেম্বর ২০১৪, ৬:৩৮ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
ক্ষমতা গ্রহণের পাঁচ মাস পর মন্ত্রিসভার কলেবর বাড়ালেন নরেন্দ্র মোদি। গত ২৬ মে ১৬ জন মন্ত্রী নিয়ে দেশ পরিচালনার কাজ শুরু করেছিলেন তিনি। নতুন এ নিয়োগে বিজেপি নেতৃত্বাধীন মন্ত্রিসভার সদস্যসংখ্যা দাঁড়াল ৪৭। গতকাল রোববার নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনের দরবার হলে দেশটির রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় নতুন মন্ত্রীদের শপথ বাক্য পাঠ করান।
শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপি সভাপতি অমিত শাহ উপস্থিত ছিলেন। তবে মন্ত্রণালয় নিয়ে খুশি না হওয়ায় মোদির দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) ঘনিষ্ঠ মিত্র শিবসেনা অনুষ্ঠানে যোগ দেয়নি। সাবেক বাজপেয়ি সরকারের মন্ত্রী সুরেশ প্রভুর নিয়োগ পাওয়া এবং শিবসেনা নেতা অনিল দেশাইকে পূর্ণ মন্ত্রী হিসেবে নিয়োগ না দেয়ায় দলটি ক্ষুব্ধ বলে জানা যায়।
নতুন এ মন্ত্রিসভা একই সঙ্গে কর্মঠ ও মোদির অনুসারী বলে মনে করছেন ভারতীয় রাজনীতি বিশ্লেষকরা। বিশেষ বিশেষ ক্ষেত্রে দক্ষতাসম্পন্ন মন্ত্রীদের নিয়োগ দেয়া হয়েছে বলে বিভিন্ন সংবাদভাষ্যে উল্লেখ করা হয়েছে। নতুন চার পূর্ণ মন্ত্রী পোড় খাওয়া রাজনীতিবিদ। ভারতের জন্য কিছু করার মানসিকতা তাদের সবসময় ছিল। এজন্য মোদি তাদের দায়িত্ব দিয়েছেন বলে ভারতের বিভিন্ন গণমাধ্যমে উল্লেখ করা হয়েছে।
বিহার, পশ্চিমবঙ্গ, উত্তর প্রদেশসহ বিভিন্ন রাজ্য থেকে মন্ত্রী নিয়োগ দিয়েছেন নরেন্দ্র মোদি। আগামী কয়েক বছরে এসব এলাকায় নির্বাচন হবে। দলিত সম্প্রদায়ের দুই মুখও রয়েছে তার সভায়। সব মিলিয়ে বিশ্লেষকরা বলছেন, লম্বা রেসের প্রস্তুতি নিয়ে মোদি মজবুত করছেন তার সরকারকে।
মন্ত্রিসভায় চার পূর্ণ মন্ত্রী ছাড়াও তিন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং ১৪ প্রতিমন্ত্রী যোগ দিয়েছেন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন গোয়ার সাবেক মুখ্যমন্ত্রী মনোহর পারিক্কর। এত দিন অর্থমন্ত্রী অরুণ জেটলি নিজ মন্ত্রণালয়ের পাশাপাশি অতিরিক্ত হিসেবে এ দায়িত্বে ছিলেন। সুরেশ প্রভু আন্তঃনদী সংযোগ প্রকল্পের প্রধান। বন্যা ও খরা নিয়ন্ত্রণে দীর্ঘদিন তিনি কাজ করছেন। তিনিও পূর্ণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পাচ্ছেন।
জগৎ প্রকাশ নাড্ডা আরেকজন পূর্ণ মন্ত্রী। ভারতজুড়ে বন রক্ষা ও বনায়নে তার রয়েছে বিশেষ ভূমিকা। বিজেপির ভরসা এবং হিমাচল প্রদেশের ক্ষমতাধর নেতা চৌধুরী বীরেন্দ্র সিংহও পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন গতকাল।
স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হলেন রাজীব প্রতাপ রুডি, বন্দারু দত্তাত্রেয় ও ড. মহেশ শর্মা। আর প্রতিমন্ত্রী হিসেবে মুখতার আব্বাস নকভি, মোহন কুন্দরিয়া, হাংসরাজ আহির, গিরিরাজ সিংহ, রামকৃপাল যাদব, হরিভাই চৌধুরী, সাওঁরলাল জাঠ, রামশঙ্কর কাঠেরিয়া, ওয়াইএস চৌধুরী, জয়ন্ত সিনহা, বাবুল সুপ্রিয়, রাজ্যবর্ধন সিংহ রাঠৌর, সাধ্বী নিরঞ্জন জ্যোতি ও বিজয় সাম্পলা শপথ নিয়েছেন।