“মার্কিন সেনারা সন্ত্রাসীদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে অংশ নেবে না” — ওবামা
প্রকাশিত হয়েছে : ১০ নভেম্বর ২০১৪, ৮:১০ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, আইএসআইএল সন্ত্রাসীদের মোকাবেলা করার জন্য ইরাকে তাদের দেড় হাজার সেনা মোতায়েন করা হলেও এসব সেনারা আইএসআইএল’র বিরুদ্ধে সরাসরি কোনো যুদ্ধে অংশ নেবে না।
প্রেসিডেন্ট ওবামা গতকাল ৯ নভেম্বর রবিবার মার্কিন নিউজ চ্যানেল সিবিএস টিভিকে দেয়া সাক্ষাতকারে এ কথা বলেছেন। তিনি আরো বলেছেন, বর্তমানে আমরা কেবল বিমান হামলা চালিয়ে আইএসআইএল’র অগ্রাভিযান ঠেকানোর চেষ্টা করছি।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরাকে মোতায়েন তাদের সেনারা সন্ত্রাসীদের বিরুদ্ধে সম্মুখ যুদ্ধে অংশ নেবে না এবং তাদের কাজ হবে শুধুমাত্র আইএসআইএল’র সঙ্গে যুদ্ধরত সুন্নি উপজাতি এবং ইরাকি সেনাদের প্রশিক্ষণ দেয়া। ইরাকে আরো বেশি মার্কিন সেনা পাঠানো সম্পর্কে প্রেসিডেন্ট ওবামা বলেছেন, এ বিষয়টি আমি কখনো একেবারে উড়িয়ে দেব না তবে বর্তমানে ইরাক থেকে সেনা কমিয়ে আনার চিন্তাভাবনা করা হচ্ছে।