ভারতে বর্ধমান বিস্ফোরণের মূল সন্দেহভাজন গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ৯ নভেম্বর ২০১৪, ৬:৫২ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমানে এক বোমা বিস্ফোরণের ঘটনার মূল সন্দেহভাজন সাজিদকে আজ পুলিশ গ্রেফতার করেছে।
কলকাতা বিমানবন্দর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে। ভারতের রাষ্ট্রীয় তদন্ত সংস্থা এনআইএ তাকে ধরিয়ে দেয়ার জন্য দশ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছিল।
পুলিশের সন্দেহ সাজিদ বাংলাদেশের নাগরিক এবং বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গী গোষ্ঠী জামাতুল মুজাহেদিনের হয়ে কাজ করছিল। কলকাতার লাগোয়া সল্টলেক বা বিধাননগরের পুলিশ কমিশনার রাজীব কুমার জানিয়েছেন যে সাজিদকে তারা আজ দুপুরের দিকে বিমানবন্দরের কাছ থেকে গ্রেপ্তার করেন ।
ভারতের জাতীয় তদন্ত সংস্থা এন আই এ জানিয়েছে যে এই সাজিদ-ই বর্ধমান বিস্ফোরণ আর তার সঙ্গে জড়িত গোষ্ঠীটির প্রধান ছিলেন। তিনি মুর্শিদাবাদ জেলার লালগোলার একটি মাদ্রাসাকে কেন্দ্র করেই কাজকর্ম চালাতেন বলে তদন্তে উঠে এসেছে।
আজই এন আই এ-র হাতে তুলে দেওয়া হবে সাজিদকে। গতকাল ৮ নভেম্বর শনিবার মালদার কালিয়াচক থেকে জিয়াউল হক নামে এক যুবককে গ্রেপ্তার করেছে এন আই এ আর আসামের গুয়াহাটিতে গ্রেপ্তার হয়েছেন সাজিনা বেগম নামে এক মধ্য তিরিশের মহিলা।
এন আই এ-র তদন্তকারীরা বলছেন বাংলাদেশ থেকে আসাম হয়ে বর্ধমান সহ পশ্চিমবঙ্গের সন্ত্রাসী দলগুলোর সঙ্গে যাবতীয় যোগসূত্র ছিলেন এই সাজিনা বেগমের স্বামী শাহনূর আলম। বরপেটার এক হাতুড়ে ডাক্তার শাহনূরকে প্রথম থেকেই খোঁজা হচ্ছে, তবে গতকাল তাঁর স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে একটি বাসস্ট্যান্ড থেকে। সাজিনা বেগমও বাংলাদেশে গিয়ে জঙ্গি প্রশিক্ষণ নিয়ে এসেছিলেন বলে এন আই এ-র ধারণা আর পশ্চিমবঙ্গের যে অনুমতিবিহীন মাদ্রাসাগুলোতে সন্ত্রাসীরা নিজেদের ঘাঁটি তৈরি করেছিল, সেগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন সাজিনা আর তাঁর স্বামী শাহনূর।