ছাত্র হত্যার প্রতিবাদে মেক্সিকোয় বিক্ষোভ
প্রকাশিত হয়েছে : ৯ নভেম্বর ২০১৪, ১০:২৩ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
মেক্সিকোর গুয়েরেরো রাজ্যের রাজধানী ছিলপানচিঙ্গোয় হাজার হাজার বিক্ষোভকারী সরকারি ভবনে হামলা চালিয়েছে এবং গাড়িতে আগুন দিয়েছে। অপরাধী চক্রের সদস্যরা ছাত্রদের হত্যার কথা স্বীকার করেছে অ্যাটর্নি জেনারেল এ কথা বলার পর হাজার হাজার বিক্ষোভকারী গতকাল শনিবার এ হামলা চালায়।
ছাত্রদের অভিযোগ, সেপ্টেম্বরে ইগুয়ালা শহরে ৪৩ ছাত্র হত্যার সঙ্গে সরকার জড়িত।
গুয়েররো রাজ্যের আয়োতজিনাপার টিচার্স ট্রেনিং কলেজের এসব ছাত্র বিক্ষোভে অংশ নিতে ইগুয়ালায় যাচ্ছিল। কিন্তু পুলিশের সঙ্গে সংঘর্ষের পর তারা নিখোঁজ হয়। নিখোঁজ ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে ৭০ জনেরও বেশি লোককে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ইগুয়ালার মেয়র জোসে লুইস আবারকা ও তার স্ত্রীও রয়েছেন। পলাতক এ দম্পতিকে গত মঙ্গলবার আটক করা হয়।
এদিকে অ্যাটর্নি জেনারেল জেসাস মুরিলো কারাম গত শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলেন, পুলিশের নির্দেশে অপরাধীরা ছাত্রদের হত্যা করেছে। অপরাধ চক্রের অভিযুক্ত তিন সদস্যের দাবি, পুলিশ তাদের কাছে ছাত্রদের হস্তান্তর করে। তারা বলছে, ছাত্রদের হস্তান্তরকালে অনেকেই অচেতন ছিল। বাকীদের তারা গুলি করে হত্যা করার পর সবাইকে পুড়িয়ে ফেলে।
মুরিলো বলেন, ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা এসব ছাত্রকে নিখোঁজ হিসেবেই বিবেচনা করবেন।
তিনি বলেন, আমরা ছাত্রদের নিয়ে যে তথ্য পেয়েছি তা তাদের পরিবারের জন্য খুবই বেদনাদায়ক।
মুরিলো একটি ভিডিও টেপ প্রকাশ করেন যাতে অপরাধীরা বলছে, তারা ছাত্রদের একটি ট্রাকে ভরে ইগুয়ালা শহরের কাছের পাহাড়ি এলাকায় নিয়ে যায়। সেখানে যেতে যেতে ১৫ ছাত্র মারা যায়। বাকিদের গুলি করে হত্যার পর আগুন ধরিয়ে দেওয়া হয়।
ওই ছাত্র নিখোঁজের ঘটনায় বিক্ষুব্ধ হয়ে ওঠে পুরো দেশ। আর শনিবারের এ বিক্ষোভ গত কয়েক সপ্তাহের প্রতিবাদেরই ধারাবাহিকতা।