পাকিস্তানে খ্রিস্টান দম্পতিকে পিটিয়ে হত্যা
প্রকাশিত হয়েছে : ৬ নভেম্বর ২০১৪, ৭:১৫ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
পাকিস্তানে লাহোরের কাছে একটি ছোট্ট গ্রামে এক খৃস্টান দম্পতি হত্যার ঘটনা ঘটেছে। পবিত্র কোরানকে অসম্মানের অভিযোগে স্থানীয় লোকজন গত মঙ্গলবার এ দম্পতিকে পিটিয়ে হত্যা করে।
ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে অন্তত ৪৩ জনকে আটক করেছে পাকিস্তানের পুলিশ।
তবে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ এ ঘটনাকে পাশবিক ও অগ্রহণযোগ্য বলে আখ্যায়িত করেছেন।
বুধবার লাহোরে প্রায় দুশো খৃস্টান এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করে এবং ব্লাসফেমি আইনের সংস্কার দাবি করে।