সমুদ্র তীরে এসে প্রাণ হারাল ৩৬ তিমি
প্রকাশিত হয়েছে : ৫ নভেম্বর ২০১৪, ৮:০৮ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
নিউজিল্যান্ডের একটি সৈকতের তীরে আটকে পড়ে ৩৬টি পাইলট তিমির মৃত্যু হয়েছে। তবে ২১টি তিমিকে জীবিত উদ্ধার করা হয়েছে। আজ বুধবার দেশটির কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে।
উপসাগরের ওহিও বন্দরের উপকূলে গত মঙ্গলবার সন্ধ্যায় ঐ তিমিগুলো এসে আটকা পড়ে। তিমিগুলো উদ্ধারে স্বেচ্ছাসেবী ও স্থানীয়রা উদ্ধার তৎপরতা শুরু করে।
সংরক্ষণ বিভাগ জানিয়েছে, তিমিগুলোর মধ্যে ২৫টিকে মৃত উদ্ধার করা হয়েছে। এছাড়া ১১টি পরে মারা গেছে। তবে ২১টি তিমিকে জীবিত উদ্ধার করে তাদের গভীর পানিতে ভাসিয়ে দেয়া হয়েছে।
নিউজিল্যান্ডে এই ধরনের ঘটনা প্রায়ই ঘটে। এই ধরনের সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী দল বেঁধে তীরের দিকে ছুটে আসার কারণ বিজ্ঞানীরা এখনো খুঁজে পাননি।