বিদ্রোহীদের নির্বাচন নিয়ে ইউক্রেন সরকারের অসন্তোষ
প্রকাশিত হয়েছে : ৪ নভেম্বর ২০১৪, ৭:১২ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
ইউক্রেনের প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কো বলেছেন, দেশটির বিদ্রোহী-নিয়ন্ত্রিত এলাকাগুলোতে গত রোববারের অননুমোদিত নির্বাচনের মাধ্যমে পুরো শান্তি প্রক্রিয়া ঝুঁকির মুখে পড়েছে।
টেলিভিশনে দেয়া এক ভাষণে তিনি বলেন, দোনেৎস্ক এবং লুহান্সকের নির্বাচনকে তার সরকার কখনোই অনুমোদন দেবে না। এই নির্বাচনকে তিনি মিংস্ক শান্তিচুক্তির স্পষ্ট লঙ্ঘন বলেও আখ্যায়িত করেন।
শান্তিচুক্তির আওতায় বিদ্রোহী-নিয়ন্ত্রিত এলাকাগুলোকে যে বিশেষ স্বায়ত্তশাসন দেয়া হয়েছে, সেই আইনও তুলে নেয়ার জন্য তিনি প্রস্তাব দেবেন বলে জানান পোরোশেঙ্কো।
আজ মঙ্গলবার ইউক্রেনের নিরাপত্তা প্রধানের সঙ্গে এই বিষয়ে তিনি আলাপ করবেন বলেও আভাস দিয়েছেন।
এদিকে দোনেৎস্ক এবং লুহানস্কে বিচ্ছিন্নতাবাদীদের নির্বাচনের নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। নির্বাচনের ফলাফলকে মস্কো বৈধতা দেয়ার চেষ্টা করছে মন্তব্য করে এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন হোয়াইট হাউজের একজন মুখপাত্র।
তিনি আরো বলেন, অস্ত্রবিরতি চুক্তির আওতায় রাশিয়া যদি তাদের দায়িত্ব পালন না করে, তবে দেশটির ওপর অবরোধ আরো বাড়তে পারে।