মৌলভীবাজারে ২ শিবির নেতা কারাগারে
প্রকাশিত হয়েছে : ২২ অক্টোবর ২০১৪, ১০:৫২ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
মৌলভীবাজারের শহর শাখার ছাত্র শিবিরের দুই নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
গ্রেফতারকৃত দুই শিবির নেতা হলেন, শহর শাখার মাদ্রাসা বিষয়ক সম্পাদক দেওয়ান আল আশিক আল রশিদ চৌধুরী (৩২) ও সহযোগী সম্পাদক ময়নুল ইসলাম (৩৩)।
আজ ২২ অক্টোবর বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে জেলা দায়রা জজ জুলফিকার আলী তাদের কারাগারে পাঠানো নির্দেশ দেন।
দশম জাতীয় সংসদ নির্বাচনকালীন বিভিন্ন এলাকায় সহিংসতার অভিযোগে তাদের নামে মামলা হয়। এ মামলায় বুধবার দুপুরে তারা জামিনের জন্য আদালতে গেলে আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।