তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা
প্রকাশিত হয়েছে : ১৯ অক্টোবর ২০১৪, ৮:২২ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি এবং রাষ্ট্রের বিরুদ্ধে নিন্দার অভিযোগে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছে।
আজ ১৯ অক্টোবর রোববার সকাল পৌনে ১১টার দিকে ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে এই মামলা দায়ের করা হয়।
বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি অ্যাডভোকেট আবদুল মালেক বাদী হয়ে দণ্ডবিধির ১২৩-এ ধারায় মামলাটি দায়ের করেন।
মহানগর মুখ্য হাকিম আসাদুজ্জামান নূর মামলার শুনানি গ্রহণ করেছেন। তবে এখন পর্যন্ত কোনো আদেশ দেননি।