কমলগঞ্জে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেল এক কিশোরী
প্রকাশিত হয়েছে : ১৭ অক্টোবর ২০১৪, ১১:২৬ পূর্বাহ্ণ
কমলগঞ্জ প্রতিনিধি ::
মৌলভীবাজারের কমলগঞ্জে ইউপি চেয়ারম্যানের হস্তক্ষেপে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেল এক কিশোরী।
জানা যায়, উপজেলার রহিমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের আজাদ মিয়ার দুই মেয়ের বিয়ে ছিল আজ ১৭ অক্টোবর শুক্রবার। বিয়ের সব আয়োজন সম্পন্নের পর ছোট মেয়ের লাভলী বেগম (১৪) বছর জানার পর গতকাল ১৬ অক্টোবর বৃহষ্পতিবার সন্ধ্যায় রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল স্থানীয় ওয়ার্ড ইউপি সদস্য আব্দুল মজিদ খানকে নিয়ে মেয়ের বাড়িতে হাজির হয়ে বাল্য বিয়ের কুফল সম্পর্কে অবহিত করার পর ছোট মেয়ে লাভলী বেগমের বিয়ে বন্ধ করে দেওয়া হয়।
আজ শুক্রবার শুধু লাভলীর বড় বোনের বিয়ে সম্পন্ন হয়। ঘটনার সত্যতা স্বীকার করে চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল জানান, রামচন্দ্রপুর গ্রামের আজাদ মিয়ার ছোট মেয়ের বয়স কিছুটা কম থাকায় এই বিয়ে বন্ধ করে দিয়েছি।