মৌলভীবাজারে লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে মামলা
প্রকাশিত হয়েছে : ১২ অক্টোবর ২০১৪, ৮:১৭ পূর্বাহ্ণ
ডেস্ক রিপোর্ট ::
মহানবী হযরত মুহাম্মদ (স.), হজ এবং প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয়কে নিয়ে কটুক্তির কারণে লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে মৌলভীবাজারে মামলা দায়ের করা হয়েছে।
আগামী ২৭ নভেম্বর লতিফ সিদ্দিকীকে মৌলভীবাজার আদালতে স্বশরীরে হাজির হওয়ার জন্য সমন জারি করেন সিনিয়র জুডিশিয়েল ম্যাজিস্ট্রেট জুলফিকার আলী।
মৌলভীবাজার জেলা বারের সাবেক সভাপতি ও প্রবীণ আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিব মামলাটি দায়ের করেন।
আদালত সূত্রে জানা গেছে, রোববার বেলা পৌণে বারোটার দিকে মৌলভীবাজার ১নং আমল আদালতে মামলাটি দায়ের করা হয়। মামলা নং সিআর ৩৪৭/১৪ মৌলভীবাজার সদর। ধারা ২৯৫ ও ২৯৮।