শ্রীমঙ্গলে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১২ অক্টোবর ২০১৪, ৬:৫৫ পূর্বাহ্ণ
শ্রীমঙ্গল সংবাদদাতা ::
মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেল স্টেশনে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় (৩০) এক যুবকের মুত্যু হয়েছে।
১২ সেপ্টেম্বর রোববার সকাল ১০টার দিকে সাদগাঁও এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্র জানায়, সাদগাঁও এলাকায় রেল লাইনের ওপর ওই যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা রেলওয়ে পুলিকে খবর দেয়।
পরে পুলিশ ঘটনাস্থলে থেকে লাশ উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।
শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) ইফতিয়ার উদ্দিন চৌধুরী বিষয়টি পূর্বদিককে নিশ্চিত করেছেন।