রাজনগরে লতিফ সিদ্দিকীর ফাঁসির দাবিতে মিছিল সমাবেশ
প্রকাশিত হয়েছে : ৩ অক্টোবর ২০১৪, ১২:৫৩ অপরাহ্ণ
রাজনগর প্রতিনিধি ::
মহানবী (সা.) ও হজ্ব সম্পর্কে কটুক্তি করায় আব্দুল লতিফ সিদ্দিকীর ফাঁসির দাবিতে রাজনগরে মিছিল সমাবেশ করেছে তৌহীদি জনতা।
আজ জুমার নামাজের পর এক প্রতিবাদ মিছিল রাজনগর থানা মসজিদ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারের সামনে সমাবেশের মাধ্যমে শেষ হয়। হাজি মো. সফরের সভাতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন থানা মসজিদের ইমাম মুহাদ্দিস মাও. মুছলেহ উদ্দীন, মাও. মো. কামরুজ্জামান, কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হা. মাও. আব্দুল বাছিত আরিফ, সৈয়দ ইকরাম হোসেন, মোহাম্মদীয়া মাদরাসার সুপার আব্দুল আজিজ, ইদ্রিছ আলী প্রমুখ।