গাজীপুরে গার্মেন্টস ফ্যাক্টরির গুদামে আগুন
প্রকাশিত হয়েছে : ২৮ সেপ্টেম্বর ২০১৪, ৯:০৮ পূর্বাহ্ণ
ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি
পূর্বদিক ডেস্ক ::
গাজীপুরের কাশিমপুর এলাকার একটি পোশাক তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। মেগা ইয়াং নামের ওই কারখানার গুদামে লাগা আগুনে পুড়ে গেছে অনেক মালামাল।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোহাম্মদ আলী জানান, আজ রোববার ভোরে কাশিমপুরের সারদাগঞ্জ এলাকায় মেগা ইয়াং ডাইং মিলসের নয় তলা ভবনের চতুর্থ তলায় অবস্থিত গুদাম থেকে আগুনের সূত্রপাত ঘটে।
খবর পেয়ে সাভার, ইপিজেড, ধামরাই, কালিয়াকৈর এবং হেড কোয়াটার থেকে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে হাজির হয়। প্রায় ঘণ্টা চারেকের চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন অগ্নিনির্বাপক কর্মীরা।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুন লাগার সময় ভবনটিতে কেউ অবস্থান করছিলেন কি না- সে বিষয়েও কোনো তথ্য জানা যায়নি এখন পর্যন্ত।