‘রিয়া সেনকে নেওয়ার কারণ তাঁর গ্লামার’
মোশাররফ-রিয়া এক সিনেমায়
প্রকাশিত হয়েছে : ২৫ সেপ্টেম্বর ২০১৪, ১০:৩৫ পূর্বাহ্ণ
ইফতেখার চৌধুরীর পরিচালনায় মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করবেন সুচিত্রা সেনের নাতনি রিয়া সেন।
বায়োস্কোপওয়ালা প্রযোজিত এই সিনেমার শুটিং শুরু হবে ১০ অক্টোবর। ইংল্যান্ডের বিভিন্ন লোকেশনে সিনেমাটির শুটিং হবে বলে জানান পরিচালক।
তিনি বলেন, ‘এত দিন অ্যাকশননির্ভর সিনেমা করেছি, তবে এবার অন্য রকম গল্প বেছে নিয়েছি। কমেডিনির্ভর এই গল্পে যেমন বিনোদন থাকবে, তেমনি দর্শকদের জন্য একটা মেসেজও থাকবে। সিনেমাতে কমেডিয়ান চরিত্রে অভিনয় করবেন মোশাররফ।’ তবে এমন একটি সিনেমায় রিয়া সেনকে নেওয়ার কারণ হিসেবে পরিচালক জানান, ‘রিয়া সেনকে নেওয়ার কারণ তাঁর গ্লামার। আমার গল্পে তাঁর মতো একজন নায়িকা দরকার ছিল। আশা করছি, আগামী বছরের শুরুতেই প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখতে পাবেন।’
সিনেমার নাম এখনো চূড়ান্ত করেননি পরিচালক। তবে প্রি-প্রোডাকশনের কাজ শুরু হয়েছে এরই মধ্যে। সিনেমাটির সংগীতায়োজন করছেন মিল্টন খন্দকার ও ফুয়াদ।