শাহজালাল বিমানবন্দরে কোটি টাকার সোনাসহ আটক ১
প্রকাশিত হয়েছে : ২২ সেপ্টেম্বর ২০১৪, ১০:৪৩ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২৪টি সোনার বারসহ একজন আটক হয়েছেন। ২২ সেপ্টেম্বর সোমবার বেলা ১১টার দিকে দুবাই থেকে আসা এক যাত্রীকে আটক করেছে বিমানবন্দর শুল্ক গোয়েন্দা বিভাগ। উদ্ধার হওয়া সোনার ওজন ২ কেজি ৮০০ গ্রাম। এগুলোর মূল্য আনুমানিক ১ কোটি ২৫ লাখ টাকা। আটক ব্যাক্তির নাম মোহাম্মদ ওজার (৩৩)। তার বাড়ি ফরিদগঞ্জের চাঁনপুরে।
বিমানবন্দর সূত্র জানায়, বেলা সোয়া ১১টার দিকে এফজে ৫৮৩ নম্বর ফ্লাইটে দুবাই থেকে ঢাকায় আসেন ওজার। গ্রিন চ্যানেল অতিক্রমের চেষ্টার সময় তার গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে চ্যালেঞ্জ করেন বিমানবন্দরের শুল্ক গোয়েন্দারা। পরে ওজারের দেহ তল্লাশি করে সোনার বারগুলো উদ্ধার করা হয়।
এ ব্যাপারে মামলা দায়ের করা হবে।